তালতলীতে ইউপি উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু

0
78

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২০অক্টোবার)সকাল ৯থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

জানা গেছে,কড়ইবাড়িয়া ইউপি উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো.নুর মোহাম্মাদ মাস্টার, স্বতন্ত্র প্রার্থী মোঃ মুনসুর মাওলানা, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস নিয়ে নির্বাচনে অংশগ্রহন করেন ইব্রাহিম সিকদার পনু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার একটি মাত্র ইউনিয়নে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে কেন্দ্র হলো ৯টি,বুথ সংখ্যা ৩৯টি আর ভোটার সংখ্যা হলো ১০৭৭৬ জন।নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনার জন্য প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ, ১৭ আনসার সদস্য, ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট , মোবাইল টিম এবং স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত রয়েছে।

উল্লেখ্য, এ ইউনিয়নে ২০১৭ সালের ১৬ এপ্রিলের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হওয়া চেয়ারম্যান আলতাফ হোসেন আকন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৬ জুলাই বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন।