জামালপুরে এডাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0
96

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: বাংলাদেশের কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থা শীর্ষ সমম্বয়কারী সংগঠন, এডাব এর জামালপুর জেলার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর রবিবার সকাল ১১টায় পিটিআই গেইট ফুলবাড়িয়ায় এসপিকে নিজস্ব কার্যালয়ের (SPK) সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন এসপিকে’র প্রধান নির্বাহী ও এডাব জামালপুরের সভাপতি মো. এনামুল হক। বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন এডাব ( ADAB-A corrodinating body of Development Agencies in Bangladesh) এর নির্বাহী কমিটির সদস্য তরঙ্গ মহিলা সংস্কার প্রধান নির্বাহী পরিচালক শামীমা খান, এসডিও এর নির্বাহী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার, এডভান্সমেন্ট সোসাইটি’র নির্বাহী আবু বকর সিদ্দিক, ভাবকি বহুমুখী সেবা সংঘ এর নির্বাহী সদস্য ডাক্তার ইউসুফ আলী, প্রশিপস্ এর নির্বাহী সদস্য রফিকুল ইসলাম, আলোকিত সমাজ মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী সদস্য জান্নাতুল মাওয়া।

এছাড়া আরও উপস্থিত ছিলেন এভাবের সাধারণ পরিষদের সদস্যবৃন্দ। বর্তমানে জামালপুর জেলায় কার্যক্রমরত ৩৫টি এনজিও এডাবের সদস্য হিসেবে তালিকাভুক্ত হয়েছে। বার্ষিক সাধারণ সভা শেষে নতুন আরও ১১টি এনজিও এএইচডিও, অগ্রদূত সমাজ উন্নয়ন সংস্থা, ফুলসেন্না মহিলা উন্নয়ন সংস্থা, রশিদপুর বটতলা সিবিও, সেন্টার ফর এনভাইরোমেন্টাল ইউথ অব জামালপুর, জিগাতলা অপরূপ মহিলা উন্নয়ন সমিতি, সামাজিক কল্যাণ সংস্থা, বনফুল এবং ভিক্টর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র এডাবের তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করেছেন।