ফাঁসির দন্ডপ্রাপ্ত রাজাকার মাহবুবের মৃত্যু

0
82

রাব্বি ইসলাম, মির্জাপুর প্রতিনিধিঃ “একাত্তরে মানবতাবিরোধী অপরাধ” মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী টাঙ্গাইলের মির্জাপুরের রাজাকার মাহবুবুর রহমান (৭২) ইন্তেকাল করেছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে অসুস্থ্য অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন, গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।জানান, আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার বেলা পৌনে চারটার দিকে মাহবুবুর রহমানের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহা (আরপি সাহা) ও তার ছেলে ভবানী প্রসাদ সাহাসহ ৬০ জনকে হত্যার ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুরের মাহবুবুর রহমানকে গত ‘১৯ সালের ২৭ জুন (বৃহস্পতিবার) ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। এরপর থেকেই গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি থাকেন তিনি। মাহবুবুর রহমান টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পৌরসদরের বাইমহাটি গ্রামের কুখ্যাত রাজাকার ওয়াদুদ মওলানার ছেলে।