বিরামপুরে স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

0
83

এস এম মাসুদ রানা বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি: “উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস’২০২০ পালিত হয়েছে।

বৃহ:বার বেলায় ১১টায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজনে, স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে র‌্যালী ও ভাল ভাবে হাত ধোয়া দেখানো এবং কনফারেন্স হল রুমে উপ-সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, বিশেষ অতিথি পৌর মেয়র আলহাজ লিয়াকত আলী সরকার টুটুল, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কলসুম বানু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সোলেমান হোসেন মেহেদী, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: কাওছার আলী,মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরে আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমান,সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর সভাপতি আকরাম হোসেন,ইউপি চেয়ারম্যানগণ এছাড়া বিভিন্ন সরকারি বে-সরকারি দপ্তরের কর্মকর্তা প্রমূখ উপস্থিত ছিলেন।