রাজারহাটে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

0
87

সরকার অরুণ যদু,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাটের ডাংরারহাটে তিস্তা নদীতে দুই দিন ব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এই বাইচ প্রতিযোগীতা দেখতে আবালবৃদ্ধবনিতার ঢল নামে।
জানা গেছে,বাংলার ইতিহাস,ঐতিহ্য ,সংস্কৃতি ও খেলাধুলার মধ্যে নদী বক্ষে নৌকা বাইচ অন্যতম খেলা। বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষে ডাংরার হাট এলাকার প্রয়াত ইসমাইল হোসেন বসুনীয়ার স্মরনে আলোর বাহন সামাজিক সংগঠন নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করে। প্রতিযোগীতায় পার্শ্ববর্তী রংপুর,গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার ৯টি দল অংশ গ্রহণ করে।

বৃহস্পতিবার এর সমাপনী অনুষ্ঠিত হয়। এরআগে বুধবার উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। এ উপলক্ষে বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাইজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আব্দুস ছালাম চাষী,রাজারহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,যুবলীগ নেতা নজরুল ইসলাম বসুনীয়া প্রমূখ।