মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় কিশোর গ্যাংয়ের ৯৩ সদস্য

0
98

স্টাফ রিপোর্টার: কিশোর গ্যাংয়ের ৯৩ সদস্যের মুচলেকা আদায় করে তাদের অভিভাবকের কাছে দিয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। সোমবার রাজশাহী নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছিল।

আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, কিশোর গ্যাং ভেঙে দিতে তারা কয়েকদিন থেকে অভিযান শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় সোমবার আরএমপির ১২ থানা পুলিশ কিশোর গ্যাংয়ের ৯৫ সদস্যকে আটক করে। এরপর থানায় রাখা হয়। এদের মধ্যে ৯৩ জনের মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাকি দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার হঠাৎ করেই বখাটেদের বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ। সেদিন কিশোর গ্যাংয়ের ৫৬ জনকে আটক হয়। এদের মধ্যে ৩২ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ২৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর শনিবার ৪২ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৩৪ জনকে মুচলেকা দিয়ে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। বাকি ৮ জনকে কারাগারে পাঠানো হয়।

এছাড়া রোববার ১১৬ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১১২ জনকে অভিভাবকের জিম্মায় দেয়া হয়। চারজনকে পাঠানো হয় আদালতে।