সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

0
83

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: “দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ডিজিটাল পদ্ধতিতে দুর্যোগ সহনীয় বাসগৃহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. শাফীয়ার রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রাণী নাগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়মিন সুলতানা,উপ সহকারী প্রকৌশলী অপূর্ব ভক্ত,অফিস সহকারী মো.রায়হানুল হক প্রমুখ। জানা যায়, দুর্যোগ সহনীয় বাসগৃহ ২০১৯ অর্থ বছরে ৩ টি, ২০১৯/২০ অর্থবছরে ২৪ টি, জমি আছে ঘর নেই এই প্রকল্পের আওতায় ২০১৭/১৮, ২০১৯/২০ অর্থবছরে ৩৩৬ টি ঘর দেওয়া হয়। সেইঘর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।