সিরাজদিখানে শাক সবজি বীজ বিতরণের উদ্বোধন

0
79

সিরাজদিখান প্রতিনিধি: চলতি মৌসুমের বন্যা দীর্ঘায়িত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছে ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকরা। বানের পানিতে ভেসে গিয়েছে ফসল। পানিতে ডুবে আউশ-আমনসহ বিভিন্ন ধরনের সবজিও নষ্ট হয়ে গেছে। বাড়ির আঙিনার সবজিসহ সব কেড়ে নিচ্ছে বন্যায়। এমন পরিস্থিতিতে সাময়িকভাবে দ্রুত ফসল পেতে ক্ষতিগ্রস্ত Í ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে স্বল্প ও মধ্য মেয়াদি শাক সবজি বীজ বিতরণের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা কৃষি অফিসের সামনে ৩শত ৫জনকে এ বীজ বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়ন করেন।

উপজেলা নির্বাহি কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. শাফীয়ার রহমান, কৃষি সম্পসারন অফিসার মোহসিনা জাহান তোরণ, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো. মোশারফ হোসেন, উপ সহকারী কৃষি অফিসার, শাফায়েত হোসেন, মো.মারুফ হোসেন, নারায়ন চন্দ্র সরকার, শামিম হোসেন, মোশারফ হোসেন প্রমুখ।