আইপিএলে এক বলে দুই রিভিউ

0
78

বৃহস্পতিবার রাতে আইপিএলে হয়ে গেল সানরাইজার্স হায়দরাবাদ বনাম কিংস ইলাভেন পাঞ্জাবের ম্যাচ। সে ম্যাচে ৬৯ রানের বড় ব্যবধানে হারে পাঞ্জাব। ম্যাচটিতে ঘটেছে মজার এক কাণ্ড। যা এর আগে ক্রিকেটে কখনও দেখা যায়নি বলে দাবি অনেকের।

এক ডেলিভারিতে ২টি রিভিউ নেয়ার ঘটনা ঘটেছে সেই ম্যাচে। পাঞ্জাবের ইনিংসের ১৪তম ওভারে হায়দরাবাদের খলিল আহমেদের ওভারে ঘটেছে এমন ঘটনা। স্ট্রাইকে ছিলেন আফগান স্পিনার মুজিব উর রহমান। ওভারের পঞ্চম বলে খলিলের ফুল লেন্থের ডেলিভারি ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর ক্যাচে পরিণত হন মুজিব।

খলিল ও বেয়ারস্টো আবেদন করলে তাতে সাড়া দেননি আম্পায়ার অনিল। খলিল ও বেয়ারস্টো রিভিউ না নিলে থার্ড আম্পায়ারের কাছে রিভিউ করেন আম্পায়ার অনিল নিজেই। নটআউট দিয়ে রিভিউ ডাকেন আম্পায়ার অনিল। রিপ্লে দেখে থার্ড আম্পায়ার যশন্ত ভার্দে নিশ্চিত হন, বলটি ব্যাটে লেগে সরাসরি বেয়ারস্টোর গ্লাভসে গিয়েছে। স্কোরবোর্ডে আউটের সিদ্ধান্ত জানান থার্ড আম্পায়ার।

এ সময় রিভিউ করেন ব্যাটসম্যান মুজিব। তার মতে, বল হয়ত ব্যাট স্পর্শ করেনি। ফের রিপ্লে দেখতে মনযোগী হন থার্ড আম্পায়ার যশন্ত ভার্দে। এবার তিনি আল্ট্রাএজের মাধ্যমে ব্যাটে লাগার বিষয়টি নিশ্চিত করতে রিপ্লে দেখেন।

মুজিবের ব্যাটে বল স্পর্শ করেছে কিনা তা নিয়ে খানিক বিভ্রান্তি তৈরি হলেও আউটের সিদ্ধান্তে অটল থাকেন আম্পায়ার। আউট হয়ে সাজঘরে ফেরার আগে এক ডেলিভারিতে ২ রিভিউয়ের ইতিহাস তৈরি করে দিয়ে যান মুজিব।