রিকি পন্টিংয়ের দলের রেকর্ড স্পর্শ করল অস্ট্রেলিয়ার মেয়েরা

0
102

অনন্য নজির গড়ল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। বুধবার নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলকে ২৩২ রানে হারিয়েছে দলটি। যা মেয়েদের ওয়ানডেতে দলটির রেকর্ড টানা ২১ জয়।

এই রেকর্ডে রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দলের রেকর্ড স্পর্শ করেছে অজি মেয়েরা। ২০০৩ সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া টানা ২১ ওয়ানডে জয়ের রেকর্ড গড়েছিল।

২০১৭ সালের ২৯ অক্টোবরের পর আর ওয়ানডেতে হার দেখেনি অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ২০১৮ সালের মার্চে ভারতের মাটিতে শুরু হয় অজি মেয়েদের এই জয়যাত্রা। এরপর একে একে পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে এসেছে শতভাগ জয়। এবার যে তালিকায় যোগ হলো নিউজিল্যান্ডের নাম।

সিরিজে তিনটি ওয়ানডের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি খেলে দুই দল। টি-টোয়েন্টি সিরিজ ২-১ এ জিতেছিল অস্ট্রেলিয়া। এবার ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে ৩-০ তে হোয়াইটওয়াশ করল মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। অবশ্য এদিন হ্যামস্ট্রিং চোটের কারণে খেলতে পারেননি ল্যানিং।

টানা ২১ জয়ের রেকর্ড গড়ার পর ল্যানিং বলেন, ‘বড় জয় দিয়ে সিরিজ শেষ করতে পারায় খুশি। দীর্ঘদিন পর মাঠে নেমে (করোনা বিরতির পর) এমন পারফর্ম করে দেখাতে পারা নিঃসন্দেহে বড় বিষয়। টানা ২১টি ম্যাচ জয়ের অনুভূতি স্পেশাল। দলের খেলায় গর্বিত।’