বাংলাদেশিদের ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ালো সৌদি সরকার

0
90

বাংলাদেশি প্রবাসী কর্মীদের জন্য ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন। দেশে আটকা পড়া প্রবাসী শ্রমিকরা ইতোমধ্যে সৌদি আরবে তাদের কর্মস্থলে ফিরতে শুরু করেছেন।

সৌদি সরকার এ পর্যন্ত বাংলাদেশের অনুরোধে বাংলাদেশিদের জন্য ইকামার বৈধতা এবং ভিসার মেয়াদ কয়েকবার বাড়িয়েছে। বাংলাদেশি কর্মীরা করোনাভাইরাস মহামারির কারণে দেশে আটকরা পড়েন। বাংলাদেশি প্রবাসী কর্মীদের সবচেয়ে পছন্দের গন্তব্যস্থল তেল-সমৃদ্ধ সৌদি আরব।

গত বছর বাংলাদেশি প্রবাসীরা দেশে ১৮.৩৫৫ বিলিয়ন মার্কিন ডলার প্রেরণ করেন। তার মধ্যে সৌদি আরব থেকে আসে ৩.৬৪৭ বিলিয়ন মার্কিন ডলার (১৯.৮৭ শতাংশ)।