লিভারপুল তারকা সাদিও মানের করোনা পজিটিভ

0
95

লিভারপুলের ইন-ফর্ম সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। ইতোমধ্যেই তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে বলে ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে আরো জানানো হয়েছে, ‘সোমবার আর্সেনালের বিপক্ষে মূল একাদশে খেলতে নেমে মানে গোল করেছেন। ম্যাচটিতে লিভারপুল ৩-১ গোলে জয়ী হয়। তার শরীরে হালকা উপসর্গ দেখা গেছে। তবে সব মিলিয়ে তিনি সুস্থ আছেন। থিয়াগো আলকানটারার মত মানের জন্যও সব ধরনের প্রোটোকল মানা হচ্ছে।’

করোনা পজিটিভ হওয়ায় আর্সেনালের বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি থিয়াগো। রবিবার প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলা সফরে তিনি এবং মানে দুজনেই অনুপস্থিত থাকবেন। তবে আন্তর্জাতিক বিরতি শেষে আগামী ১৭ অক্টোবর মার্সিসাইড ডার্বিতে এভারটনের বিপক্ষে এই দুজনকে দলে পাবার আশা করছেন রেডস বস জার্গেন ক্লপ।

২৮ বছর বয়সী মানে এবারের মৌসুমে দারুন ফর্মে আছেন। চেলসি ও গানার্সদেও বিপক্ষে জয়ী দুটি ম্যাচেই তিনি গোল পেয়েছেন। মানের করোনা পজিটিভ হবার বিষয়টি সেনেগালের জন্যও দুঃসংবাদ বয়ে এনেছে। মরোক্কো ও মৌরিতানিয়ার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।