রোনালদোর জোড়া গোলে রক্ষা পেল জুভেন্টাস

0
88

ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে রক্ষা পেলো জুভেন্টাস। ইতালিয়ান ফুবটল লিগ সিরি আ’য় রোমার বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছে আন্দ্রে পিরলোর দল। রোববার ম্যাচের ৩১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রোমাকে এগিয়ে দেন ভেরেতু। ৪৪ মিনিটে পেনাল্টি গোলে জুভেন্টাসকে সমতায় ফেরান সিআর সেভেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও ভেরেতুর গোলে লিড নেয় রোমের দলটি। তবে ৬৯ মিনিটে রোনালদোর গোলে খেলায় সমতা আনে জুভেন্টাস। এরপর জয় পেতে প্রানান্ত চেষ্টা চালায় পিরলোর শিষ্যরা। তবে তেমন সুযোগ তৈরি করতে পারেনি তারা। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দল দুটি।