বিদেশেও বিপুল অর্থ পাচার করেছে গাড়িচালক মালেক

0
80

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের গাড়িচালক আব্দুল মালেক বিদেশেও বিপুল অর্থ পাচার করেছে বলে প্রাথমিক তথ্য পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) । এ ব্যাপারে তদন্ত করতে সিআইডিকে (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) চিঠি দিয়েছে র‌্যাব। একইসঙ্গে মালেকের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র ও প্রতারণার দুইটি মামলার তদন্তের দায়িত্ব পেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ

তিনি বলেন, আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, গাড়িচালক মালেক বিদেশেও বিপুল অর্থ পাচার করেছেন। কিন্তু সে অর্থের পরিমাণ এবং কিভাবে সেগুলো পাচার করা হয়েছে, সে বিষয়ে আরও তথ্য জানা প্রয়োজন। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা সিআইডিকে তদন্ত করতে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি।

র‌্যাবের এ কর্মকর্তা আরও বলেন, আমরা চাচ্ছি মালেকের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর অধিকতর তদন্ত করতে। এজন্য তদন্তের দায়িত্ব পেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছি। বর্তমানে মালেক দুই মামলায় ১৪ দিনের রিমান্ডে রয়েছে তুরাগ থানায়।