রাজনীতি

দৃষ্টিভঙ্গি ও চরিত্রের পরিবর্তন ছাড়া ভালো কিছু সম্ভব নয় : ডা. শফিকুর রহমান

কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,উন্নয়নের নামে গত ৫৪ বছরে যারা ক্ষমতায় গেছে, তারা সবাই একই কাজ করেছে। দেশকে তছনছ করে দিয়েছে। দৃষ্টিভঙ্গি ও চরিত্রের পরিবর্তন না হলে ভালো কিছু সম্ভব নয়।

মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জামায়াত আমির বলেন, ৫ আগস্টের পর জামায়াত অন্যায়ভাবে একটি মামলাও করেনি। দেওয়া আটটি মামলায় একজন করে আসামি করা হয়েছে। অথচ কেউ কেউ হাজার হাজার মামলা দিয়ে মামলা বাণিজ্যে নেমেছে। আজ সোমবার বেলা ১২টায় কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান কুষ্টিয়ায় চালকল ও পণ্যবাহী ট্রাক থেকে অবৈধ খাজনা আদায়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আরও বলেন,চালের ট্রাকপ্রতি পাঁচ হাজার টাকা নেওয়ার খবর আমরা জানি। বিভিন্ন স্ট্যান্ড দখলের খেলাও চলছে। চাঁদাবাজদের উদ্দেশে আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন,অভাবের কারণে কেউ এসব করলে সরে আসুন। মানুষকে কষ্ট দেবেন না।

চাঁদাবাজি ও সিন্ডিকেট নির্মূল করে পণ্যমূল্য নিয়ন্ত্রণ এবং মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানোর অঙ্গীকার করেন তিনি। পাশাপাশি জামায়াতে ইসলামীর রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কুষ্টিয়ার উন্নয়ন পরিকল্পনা নিয়েও বিভিন্ন কথা তুলে ধরেন। তার বক্তব্য শেষে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে জামামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। ভোট চান দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে। এসময় জনসভায় জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতাকর্মীরা জনসভায়স্থলে অংশ নেন।

এই বিভাগের আরও সংবাদ