কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রামপাল বিদ্যুৎকেন্দ্র ছাড়লেন ৯ ভারতীয় কর্মকর্তা


সুমন,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ৯ জন ভারতীয় কর্মকর্তা কর্তৃপক্ষের পূর্বানুমতি না নিয়ে বাংলাদেশ ত্যাগ করেছেন। আজ রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ১ টায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উপ- মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেন।
উপ- মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, বিদ্যুৎকেন্দ্রে কর্মরত অবস্থায় ৯ জন ভারতীয় কর্মকর্তা কর্তৃপক্ষের পূর্বানুমতি না নিয়ে দেশ ত্যাগ করেন। কর্মকর্তারা হলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ মন্ডল, প্রতিম ভর্মন, এন. সুরাইয়া প্রকাশ রায়, এজিএম. কেশব পোলাকি, ডেপুটি জেনারেল ম্যানেজার সুরেশ কান্ত মন্দেকার, সুরেন্দ্র লম্বা, এজিএম পাপ্পু লাল মিনা, ডিজিএম অর্ণিবান সাহা এবং সিএফও ইমানুয়েল পনরাজ দেবরাজ।
কর্তৃপক্ষের পূর্বানুমতি না নিয়ে এই ৯ জন কর্মকর্তা গতকাল শনিবার বাংলাদেশ ত্যাগ করেন। পরে বিষয়টি জানাজানি হওয়ার পর তাদের তাদের সাথে যোগাযোগ করার পর মৌখিক ভাবে তারা জানান নিরাপত্তা ঝুঁকি রয়েছে এ কারণে তারা বাংলাদেশ ত্যাগ করেছেন। তবে বিদ্যুৎকেন্দ্রে কর্মরত অবস্থায় পূর্বে কখনো নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে অভিযোগ করেননি।
এছাড়াও বিদ্যুৎকেন্দ্রটি পূর্বের ন্যায় চলমান রয়েছে। তাদের অনুপস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রে কোনরকম প্রভাব পড়বে না বলেও জানান ওই কর্মকর্তা।



