ভোরের আলোতেই ধানের শীষের পক্ষে মাঠে জেলা ছাত্রদল সভাপতি প্রার্থী


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার:ফজরের নামাজ শেষে বাগেরহাট শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেছেন জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী শেখ আল মামুন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ফজরের নামাজ শেষে বাগেরহাট–২ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেনের সমর্থনে এ গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন।
গণসংযোগকালে নূর মসজিদ মোড়, শিশু হাসপাতাল মোড়, সোনাতলা মোড়, যদুনাথ স্কুল মোড়সহ বিভিন্ন এলাকায় পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ভোটারদের কাছে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
শেখ আল মামুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাগেরহাটে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চান বলেই শেখ মোহাম্মদ জাকির হোসেনকে মনোনয়ন দিয়েছেন। বিএনপির শাসনামলে বাগেরহাটে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। পরবর্তীতে যারা ক্ষমতায় ছিল, তারা বাগেরহাটের উন্নয়নে ব্যর্থ হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাগেরহাটের জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ গোলে মিয়া, ওয়ার্ড বিএনপি নেতা জাহাঙ্গীর শেখ, ছাত্রদল নেতা শামিম মুন্সি, রোহিত হালদার, রবি শেখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



