রাজনীতি

দেশের মানুষের জন্যই আমরা রাজনীতি করি : তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট: জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,
দেশের জনগণই হলো সকল (রাজনৈতিক) ক্ষমতার উৎস। দেশের মানুষের জন্যই আমরা রাজনীতি করি।

এসময় তিনি বলেন, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর মানুষের এলাকার উন্নয়নে যেমন দাবি আছে, ঠিক তেমনি বিএনপিরও আপনাদের কাছে একটি দাবি আছে। ধানের শীষকে জয়যুক্ত করাই সেই দাবি।
দেশের জনগণ তথা বিএনপি হলো রাজনৈতিক ক্ষমতার উৎস বলে মন্তব্য করেন তিনি।

রোববার (২৫ জানুয়ারি, ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন তিনি

দেশের মানুষের জন্য পরিকল্পনা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমি দেশে এসে বলেছিলাম, দেশের মানুষের জন্য কিছু পরিকল্পনা তৈরি করেছি। সেগুলো হলো, দেশের যে নারী সমাজ রয়েছে, যারা খেটে-খাওয়া মানুষ তাদের জন্য ফ্যামিলি কার্ড করতে চাই। এ কার্ডের মাধ্যমে প্রতিমাসে একজন গৃহিণী অল্প হলেও কিছু সহযোগিতা পাবেন। কেউ কেউ বলছেন, এই অল্প সহযোগিতা দিয়ে কী সংসার চলবে? আমরাও জানি চলবে না।

তিনি বলেন, এক মাসের চার সপ্তাহ, অন্তত এক সপ্তাহ যদি সরকারের পক্ষ থেকে সহযোগিতা করতে পারি সেটিও অনেক মানুষের জন্য অনেক বড় সুবিধা। গৃহিণীদের যেমন ফ্যামিলি কার্ড দেওয়া হবে তেমনি কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কৃষক কার্ড দিতে চাই। এর মাধ্যমে সার, বীজ ও কীটনাশক সরাসরি পৌঁছে দিতে চাই।

বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে কিংবা সরকার গঠন করলে ফেনীতে মেডিকেল কলেজ করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এসময় তিনি আরো বলেন, ফেনীতে মেডিকেল কলেজ করা হবে। এর পাশাপাশি সারা দেশে ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, গৃহিনীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে। বন্যার ক্ষয়ক্ষতি কমাতে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হবে।

তরুণদের জন্য কর্মসংস্থান এবং ভাষা শিক্ষার ওপর জোর দেওয়া হবে বলেও জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমান দেশের জনগণ ও বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বৃহত্তর নোয়াখালীতে অতীতেও ধানের শীষের সব প্রার্থী নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনেও ধানের শীষের প্রার্থীদের জয়ী করার জন্য কাজ করে যেতে হবে। এ লক্ষ্যে ভোটের দিন ভোর বেলায় ভোটারদের কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করাতে হবে।

তিনি আরও বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে এবারের নির্বাচনে ধানের শীষ জয়ী হলে খালেদা জিয়ার অসমাপ্ত কাজ করে যাব।

এর আগে, রোববার বিকাল তিনটায় ফেনী সরকারি পাইলট স্কুল মাঠে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় এ জনসভা শুরু হয়।

এসময় কেন্দ্রীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বৃহত্তর নোয়াখালী এলাকার সংসদ সদস্য প্রার্থীরা বক্তব্য রাখেন।

এদিকে, এদিন সমাবেশ শুরুর আগ থেকে মাঠে জড়ো হতে থাকে বিএনপির নেতাকর্মীরা।

সরেজমিন সমাবেশ ঘুরে দেখা গেছে, সভা উপলক্ষ্যে আজ রবিবার সকাল ও দুপুর থেকে কেউ এসেছেন দলবেঁধে, কেউ কেউ আবার একাকী এসে মাঠে অবস্থান নেন। দীর্ঘ দুই যুগ পর বিএনপির (দলের) চেয়ারম্যান তারেক রহমানের ফেনী আগমন ও সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। মিছিলের নগরীতে পরিণত হয় পুরো ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও পৌর নগরী এবং ফেনী শহর। যে দিকে তাকাই সেই দিকে শুধু মানুষ আর মানুষ। এসনয় বিএনপি ও সহযোগী অংগ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এই বিভাগের আরও সংবাদ