খুলনা

খুলনার ফুলতলায় ইয়াবাসহ গ্রেফতার ১

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনার ফুলতলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  ১৩ জানুয়ারী মঙ্গলবার ফুলতলা উপজেলার গাড়াখোলা গ্রামের বাসিন্দা ও শীর্ষ মাদক ব্যবসায়ী ওয়াহিদ মহলদার (৫০) কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামালের নির্দেশনায় এসআই শফিউজ্জামানের নেতৃত্বে একটি অভিযানিক দল গাড়াখোলা গ্রামে অভিযান পরিচালনা করে, ওয়াহিদ মহলদারের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওয়াহিদ মহলদার দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এব্যাপারে ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই আইনের আওতার বাইরে রাখা হবে না।

এই বিভাগের আরও সংবাদ