খুলনা

কেএমপি’র অভিযানে ৪ চোর আটক ; চোরাই মালামাল উদ্ধার

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান: কেএমপি’র খালিশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ চোরকে আটক করে এবং চোরাই মালামাল উদ্ধার করে।

খালিশপুর থানার মামলা নাম্বার-৮, তারিখ-২২/১২/২৫ ;, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজুর প্রেক্ষিতে খালিশপুর থানা পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত আসামী ১) আকিব খান (২৪), পিতা-টিটন খান, সাং-বৈকালি ঝুড়িভিটা, থানা-খালিশপুর, খুলনাকে বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে ১২ জানুয়ারি ২৬ তারিখ পুলিশ রিমান্ডে নিয়ে এসে নিবিড় জিজ্ঞাসাবাদে চুরির ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের তথ্য প্রদান করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১২ জানুয়ারি সোমবার রাত ৯টা ৩০ মিনিটে বৈকালী খান মার্কেটে অভিযান চালায়।

অভিযানে চোর চক্রের সক্রিয় সদস্য ২) রফিকুল ইসলাম (২৮), পিতা-আনিস সরদার, সাং-বড় বয়রা পালপাড়া, থানা খালিশপুর, ৩) মনিরুল ইসলাম মনি (২০), পিতা-বাবুল শেখ, সাং-বড় বয়রা, বৈকালী, থানা-খালিশপুর এবং ৪) মানিক হাওলাদার (৩০), পিতা-মৃত: হেমায়েত হাওলাদার, সাং-বড় বয়রা বৈকালী, থানা-খালিশপুর, খুলনাদেরকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত হতে চোরাই ১টি কম্পিউটার মনিটর, ১টি সিপিইউ, ১টি কিবোর্ড এবং মাউস উদ্ধার করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ