আন্তর্জাতিক

২০২৫ সালে ১ লাখেরও বেশি ভিসা বাতিল করেছেন ট্রাম্প

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এক বছরের কম সময়ে ১ লাখেরও বেশি ভিসা বাতিল করেছেন। এদের মধ্যে প্রায় ৮ হাজার স্টুডেন্ট ভিসাধারীও ছিল।

স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক সোশ্যাল মিডিয়া পোস্টে এ তথ্য জানায়। খবর এনডিটিভি

পোস্টে স্টেট ডিপার্টমেন্ট বলেছে, ‘আমরা এই দুষ্টদের দেশ থেকে বিতাড়িত করতে থাকব, যেন আমেরিকা নিরাপদ থাকে।’

পোস্টে আরও বলা হয়েছে, ‘স্টেট ডিপার্টমেন্ট এখন ১ লাখেরও বেশি ভিসা বাতিল করেছে, যার মধ্যে প্রায় ৮ হাজার শিক্ষার্থী এবং ২ হাজার ৫০০ বিশেষায়িত ভিসা রয়েছে, যারা মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে অপরাধমূলক কার্যকলাপে যুক্ত ছিলেন।’

স্টেট ডিপার্টমেন্টের উপ-মুখপাত্র টমি পিগট বলেছেন, এক বছরেরও কম সময়ে ট্রাম্প প্রশাসন ১ লাখেরও বেশি ভিসা বাতিল করেছে।

তিনি বলেছেন, ‘এর মধ্যে হাজার হাজার বিদেশি নাগরিকের ভিসা বাতিল হয়েছে, যারা বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন বা দোষী সাব্যস্ত হয়েছেন, যেমন: হামলা, চুরি, এবং মদ্যপান করে গাড়ি চালানো।’
ad

ফক্স নিউজের একটি প্রতিবেদনের অনুযায়ী, ২০২৫ সালে বাতিল হওয়া ভিসার সংখ্যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শেষ বছর অর্থ্যাৎ ২০২৪ সালে প্রায় ৪০ হাজার ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বাতিল হওয়া বেশিরভাগ ভিসা ব্যবসায়ী এবং পর্যটকদের জন্য ছিল, যাদের মেয়াদ শেষ হয়েছে। তবে শিক্ষার্থী ও বিশেষায়িত ভিসাধারীরা অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে বাতিল হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশেষায়িত কর্মীদের মধ্যে অর্ধেক ভিসা বাতিল হয়েছে মাতাল অবস্থায় ড্রাইভিংয়ের (ড্রাঙ্ক ড্রাইভিং) কারণে, ৩০% হামলা, মারধর বা কারাবাসের অভিযোগে, এবং বাকি ২০% ভিসা বাতিল হয়েছে চুরি, শিশু নির্যাতন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বণ্টন, এবং জালিয়াতির অভিযোগে।

ফক্স নিউজ আরও জানায়, মাদকদ্রব্য রাখার অভিযোগে প্রায় ৫০০ শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে এবং শিশুদের সঙ্গে ‘দুর্ব্যবহার’ করার সম্ভাবনার কারণে শত শত বিদেশি কর্মীর ভিসাও বাতিল হয়েছে।

পিগট বলেন, ট্রাম্প প্রশাসন আমেরিকাকে প্রথমে রাখবে এবং সেসব বিদেশিদের থেকে যুক্তরাষ্ট্রকে সুরক্ষিত রাখবে যারা জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি হতে পারে।

ট্রাম্প প্রশাসন অবৈধ ও বৈধ উভয় ধরনের অভিবাসনের ওপর কঠোর নজরদারি চালিয়েছে। এছাড়া কাজ বা পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য আবেদনকারীদের নিয়মও কঠোর করেছে।

এই বিভাগের আরও সংবাদ