ঘূর্ণিঝড় ‘আম্ফান’মোংলা সমুদ্র বন্দরকে ৪ নম্বর হুঁশিয়ারী সংকেত

0
104

মোঃসোহেল, মোংলা প্রতিনিধিঃ সমুদ্রে সৃষ্ট ঘুর্নিঝড়ের তোমন কোন প্রভাব পড়েনি মোংলা সহ সুন্দরবন উপকুলে। তবে আজ সকালে থেকে আবহাওয়া অধিদপ্তরের ৪ নং সকর্ত সংকেত জারির পর মোংলা পৌর সভার ডিজিটাল সেন্টার থেকে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে।

এ ছাড়া উপজেলা প্রশাসনের উদ্যেগে ঘুর্নিঝড় প্রস্তুতি নিয়ে দুপুরে সমন্বয় সভায় অনুষ্ঠিত হয়। এতে ঘুর্নিঝড় মোকাবেলায় বিভিন্ন বিষয় নিয়ে স্ধিান্ত হয়। এ দিকে মোংলা বন্দরে অবস্থানরত বানিজ্যক জাহাজ সহ সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

তবে আবহাওয়া অধিদপ্তরের সংকেত ও ঘুর্নিঝড়ের পূবার্ভাস পর্যবেক্ষন করে পরবতর্ী সিদ্ধান্ত গ্রহনের কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এ দিকে গত কয়েকদিনের মতো আজ সকাল থেকে মোংলা এলাকায় রোদের তীব্রতা ভ্যাবসা গরমে জনজীবনের অসহনীয় দূভোর্গ নেমে আসে।

বিকাল ৩ টার পর থেকে আকাশে কিছুটা মেঘ ও হালকা বাতাস বইতে শুরু করে। এ অবস্থায় আবহা অধিদপ্তরের পক্ষ থেকে গভীর সমুদ্রে যাতায়াতকারী মাছধরা ট্রলার ও নৌযান সমুহকে উপকুলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।