আন্তর্জাতিক

ফিলিপাইনে আবর্জনার বিশাল স্তূপ ধসে নিহত ১, নিখোঁজ ৩৮

ফিলিপাইনের মধ্যাঞ্চলে একটি ল্যান্ডফিলে আবর্জনার বিশাল স্তূপ ধসে পড়ে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আরো ৩৮ জন নিখোঁজ রয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার সেন্ট্রাল ফিলিপাইনের সেবু সিটিতে অবস্থিত বিনালিউ ল্যান্ডফিলে এ দুর্ঘটনা ঘটে। ধসে পড়া আবর্জনার নিচে চাপা পড়ে ২২ বছর বয়সী এক নারী নিহত হন। একই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ৩৮ জন।

উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে আহত অবস্থায় ১২ জন স্যানিটেশন কর্মীকে উদ্ধার করেন। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ও নিখোঁজদের অনেকেই ওই ল্যান্ডফিলে কর্মরত শ্রমিক বলে ধারণা করা হচ্ছে। তবে আবর্জনার স্তূপ ধসে পড়ার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।

দুর্ঘটনার পর ব্যক্তিমালিকানাধীন ওই ল্যান্ডফিলে উদ্ধার অভিযান চালাতে বিভিন্ন সরকারি সংস্থা ও বেসামরিক সংগঠনের প্রায় ৩০০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে একাধিক এক্সকাভেটর, অ্যাম্বুলেন্স ও ফায়ার ট্রাকও কাজ করছে। সেবু সিটির মেয়র নেস্টর আর্চিভাল শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, ‘নিখোঁজ থাকা বাকি ব্যক্তিদের খুঁজে বের করতে সব উদ্ধারকারী দল সম্পূর্ণভাবে অনুসন্ধান ও উদ্ধারের কাজে নিয়োজিত রয়েছে।

সেবু সিটির কাউন্সিলর জোয়েল গারগানেরা বলেছেন, ঘটনাটি হঠাৎ ঘটে থাকতে পারে, তবে সম্ভবত দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা অনুশীলনের ফলে এটি ঘটেছে।

গারগানেরা স্থানীয় সংবাদপত্র দ্য ফ্রিম্যানকে বলেছেন, ‘অপারেটররা পাহাড় কেটে, মাটি খনন করছিল এবং তারপর আবর্জনার আরেকটি স্তূপ তৈরি করার জন্য আবর্জনা জমা করছিল। এটি কোনো স্যানিটারি ল্যান্ডফিল নয়। এটি ইতিমধ্যেই একটি খোলা ডাস্টবিন। সূত্র : বিবিসি

এই বিভাগের আরও সংবাদ