পলাশবাড়ীতে ভার্মি কম্পোষ্ট সার উৎপাদনে কাজ করছে ৩০ জন নারী-পুরুষ


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ-পলাশবাড়ীতে ভাগ্য বদলে ভার্মি কম্পোষ্ট জৈব সার উৎপাদনে কাজ করছেন ৩০ জন নারী-পুরুষ।কৃষক আব্দুস সালাম, পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কেশবপুর গ্রামের বাসিন্ধা।
সরেজমিনে তথ্যানুসন্ধানে জানা যায়,সমাজের অবহেলিত পিছিয়ে পড়া নারী-পুরুষদের গল্প।কেউবা গৃহিনী কেউবা কৃষক,আবার কেউ রয়েছে উপার্জনক্ষম। মধ্য বয়সে এসে সংসারের টানাপোড়েনে হতাশায় পড়েছেন অনেকেই।এদের মধ্যে কাহারোই কোন বাড়তি আয়ের উৎস্য নাই বললেই চলে।স্থায়ী পেশা তো দুরের কথা একদিন কাজ জুটলেও আরেক দিন থাকতে হয় বেকার বসে।স্থায়ী কিংবা অস্থায়ী কাজকর্ম না থাকায় অনেকেই তাদের পরিবার-পরিজন নিয়ে অভাব অনাটনে দিশেহারা হয়ে পড়েছেন।
এরমধ্যে কৃষক আব্দুল সালাম।বয়স ৬০ ছুঁইছুঁই।এ বয়সে এসে তেমন একটা আর শরীরও চলেনা তার।গেল বছর কয়েক আগে কাশিয়াবাড়ী বাজারে তিনি ব্রয়লার মুরগি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। নিজস্ব কোন পুঁজি না থাকায় সেই ক্ষুদ্র ব্যবসাটিও বন্ধ হয়ে যায় আব্দুস সালামের।বয়সের ভাড়ে ঠিক মত আর কাজকর্ম করতে পারেন না।
পরিবার-পরিজন নিয়ে অভাব আর হতাশা বয়ে বেড়াচ্ছেন।এরকম দারিদ্রতার কষাঘাতে জীবনে অসহ্য তিক্ততার গল্প রয়েছে।দারিদ্রতাকে জয় করতে জীবন যুদ্ধের লড়াইয়ে হার না মেনে ভাগ্য বদলে চেষ্টা করছেন আব্দুস সালামসহ ৩০ জন নারী-পুরুষ। আব্দুস সালাম লোকমুখে এক ব্যক্তির কথা শুনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে যান। আব্দুস সালাম তার দুঃখ-দুর্দশার কথা খুলে বললে পলাশবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রকল্পের আওতায় তার এলাকায় পূর্বের গঠনকৃত দলের মাধ্যমে ভার্মি কম্পোষ্ট জৈব সার তৈরির পরামর্শ দেন।
পরামর্শ অনুয়ায়ী অফিস থেকে বাড়ি এসে কেশবপুর গরু হৃষ্টপুষ্টকরণ পিজি দলের ৩০জন নারী-পুরুষদের সাথে নিয়ে দলের গঠনতন্ত্র অনুযায়ী ৭সদস্যের একটি নির্বাহী পরিচালনা কমিটির মাধ্যমে প্রতিমাসে প্রত্যেক সদস্য ২শ’ টাকা সঞ্চয় উত্তোলন ও মাসিক সভা করে আসছিলেন।সঞ্চয়ের অর্থ বৃদ্ধি সাথে সাথে মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের মাস দুয়েক পূর্বে সকল সদস্য যৌথভাবে গোবর সংগ্রহ করেন এবং ১ কেজি কেচোঁ সংগ্রহ করে শুরু করেন ভার্মি কম্পোষ্ট জৈব সার উৎপাদন।এক মাস পরে ভার্মি কম্পোষ্ট জৈব সার বিক্রির উপযোগী হলে এলাকার কৃষকদের মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রি শুরু করেন।প্রথম লডে তাদের দ্বিগুন লাভ হওয়ায় এখন প্রত্যেক মাসে সার তৈরি করছেন তারা।
বর্তমানে ৩০সদস্যের দলটি এখন তাদের নিজস্ব পারিবারিক গরু পালনের গোবর দিয়ে সার তৈরি করছেন এতে তাদের জৈব সার উৎপাদনে খরচের ব্যয় কমে গেছে।ভার্মি কম্পোষ্ট জৈব সার ক্রেতা কৃষকগণ সারের ফলাফল ভাল পাওয়ায় ওই এলাকার কৃষকদের মাঝে জৈব সারের চাহিদা বৃদ্ধি পাওয়ায় গ্রুপের ৩০ জন নারী-পুরুষ যৌথভাবে ভার্মি কম্পোষ্ট জৈব সার তৈরিতে ভাগ্য বদলের চেষ্টা করে যাচ্ছেন এদের মধ্যে রয়েছেন-আব্দুর রশিদ মিয়া,আবু তাহের,মনিরা বেগম, শিল্পী বেগম,আয়শা বেগম,সবুজা বেগম,জহর উদ্দিনসহ আরও অনেকেই। এদিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কেশবপুর গরু হৃষ্টপুষ্টকরণ পিজি দলটির ৩০ জন নারী পুরুষের দক্ষতা বৃদ্ধিতে পৃথক পৃথক ভাবে ১৫ দিন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেন।এছাড়াও উপজেলা ও জেলা প্রাণিসম্পদ দপ্তর কেশবপুর গরু হৃষ্ট পুষ্টকরণ পিজি দলের জৈব সার তৈরির কাযক্রম নিয়মিত মাঝেমধ্যেই পরিদর্শন করছেন।
উপজেলা সম্পদ দপ্তর সুত্রে জানা যায়,প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প শুরু হলে পলাশবাড়ী উপজেলার আওতায় ১৬ টি পিজি দল রয়েছে। এরমধ্যে ডেইরী হৃষ্টপুষ্টকরণ পিজি দল ৩টি,হাঁস-মুরগি পালন ও উৎপাদন দল ২টি,পারিবারিক ভেড়া-ছাগল পালন ও উৎপাদন দল ১টি।
পলাশবাড়ী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা হারুন অর রশিদ জানান,আমাদের প্রকল্পের আওতায় কেশবপুর গরু হৃষ্ট পুষ্টকরণ পিজি দলের ৩০ জন সদস্য রয়েছে।এরই প্রেক্ষাপটে তারা একটি সমন্বয় সভার মাধ্যমে তাদের গচ্ছিত সঞ্চয় দিয়ে কেঁচো জৈব সার তৈরির উদ্যোগ গ্রহন করে সার তৈরি শুরু করেছেন। ব্যবহারের ক্ষেত্রে ব্যাপক সারা পাওয়া যাচ্ছে।প্রথমত সদস্যরা তাদের ফসলী জমিতে ব্যবহার করছে ফলনও যথেষ্ট ভালো হচ্ছে এছাড়াও এলাকায় কৃষকদের কাছে বিক্রিও করছে।আগামীতে কেঁচো জৈব সার তৈরির মাধ্যমে তারা খুব ভালো করবে।যেকোন সহযোগীতায় আমরা তাদের পাশে আছি।



