পটুয়াখালী

রাঙ্গাবালীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া

এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী(পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পটুয়াখালীর রাঙ্গাবালীতে শোকাবহ পরিবেশে কোরআন তেলাওয়াত, দোয়া ও দরুদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার সকাল থেকে রাঙ্গাবালী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে শোক প্রকাশ করেন।

কার্যালয়ে কোরআন তেলাওয়াত, দোয়া ও দরুদ পরিচালিত হয় এবং প্রয়াত নেত্রীর আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে অংশ নেওয়া অনেক নেতাকর্মীকে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। শোকাহত পরিবেশে তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকার কথা স্মরণ করেন।

রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের রাজনীতিতে আপোসহীন নেতৃত্বের প্রতীক। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আজকের এই কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের মাধ্যমে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।

উপজেলা যুবদলের সদস্য সচিব নিয়াজ আকন বলেন, তার রাজনৈতিক আদর্শ, ত্যাগ ও সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা সবাই আল্লাহর কাছে তার আত্মার শান্তির জন্য দোয়া করছি।

এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশবাসীর কাছে প্রয়াত নেত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এই বিভাগের আরও সংবাদ