ক্যাম্পাস

কুয়েট অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অফিসার্স অ্যাসোসিয়েশনের ২০২৬ টার্মের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর দপ্তরের সভাকক্ষে ২০২৫ টার্মের বিদায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে ২০২৬ টার্মের নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

এসময় নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ মঈনুল হক এবং সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, সহ-সভাপতি এস এম সাইফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হেলাল ফকির, সমাজকল্যাণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক শেখ জাহিদ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এম এম রবিউল ইসলাম শুভ, কোষাধ্যক্ষ মোঃ শহীদুল্লাহ আযম, সদস্য জি. এম. মাহফুজুর রহমান, মোঃ মোস্তাফিজুর রহমান, সাদেক হোসেন প্রামানিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার শেখ আবু হায়াত এবং নির্বাচন কমিশনার মিনা মনিরুল ইসলাম, মুঃ মিজানুর রহমান, কাউসার আহমেদ, মোঃ জোহুর-উজ-জামান এবং ২০২৫ টার্মের বিদায়ী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এবং কর্মকর্তাদের পেশাগত মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই বিভাগের আরও সংবাদ