তারেক রহমানের গাড়ীর সাথে ভ্যানগার্ড হিসাবে সাইফুল আলম নীরব


নিজস্ব প্রতিবেদক: আজ ২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে আগারগাঁও নির্বাচন কার্যালয়ে যান। এ সময় জিয়া পরিবার ভ্যানগার্ড হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁওয়ের কৃতিসন্তান, ঢাকা–১২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।
তিনি ঢাকা–১২ আসনে পুনরায় মূল্যায়নের প্রত্যাশা ব্যক্ত করেন। তার নেতৃত্বে হাজার হাজার নেতা-কর্মী আগারগাঁও এলাকায় উপস্থিত হয়ে ঢাকার রাজপথ মুখরিত করে তোলেন। এ সময় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি তাদের ভালোবাসা, আনুগত্য ও সমর্থন প্রকাশ করেন।
সাইফুল আলম নীরব নিজে স্লোগান ধরেন-“তারেক রহমান, বাংলাদেশের প্রাণ—তারেক রহমান।”
এ সময় বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আগারগাঁও পর্যন্ত ব্যাপক শোডাউন নিয়ে সাইফুল আলম নীরবের নেতৃত্বে তার নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।



