গাইবান্ধা

পলাশবাড়ীতে সফলতার সাথে হোমিও চিকিৎসা দিয়ে যাচ্ছে ডাঃ শ্রী প্রবীরন

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতাঃ গাইবান্ধার পলাশবাড়ীর প্রত্যন্ত গ্রামে নানার অনুপ্রেরণায় হোমিও চিকিৎসা পেশায় আসেন ডাঃ শ্রী প্রবীরন কুমার রায়। চিকিৎসা পেশার পাশাপাশি মানবসেবায় নিজেকে নিবেদিত করে তিনি প্রতিষ্ঠা করেন ‘মা হোমিও চিকিৎসালয়’ নামে একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।

দীর্ঘদিন ধরে নিরলসভাবে দিন-রাত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন তিনি। তার চিকিৎসায় অনেক জটিল ও পুরোনো রোগে আক্রান্ত রোগী আরোগ্য লাভ করেছেন বলে জানান চিকিৎসক নিজেই। ওষুধের কার্যকারিতা ও রোগ নিরাময়ে সাফল্যের কারণে তার সুনাম ছড়িয়ে পড়েছে বিভিন্ন জেলায়। ফলে দূর-দূরান্ত থেকেও প্রতিদিন অসংখ্য রোগী ছুটে আসছেন তার কাছে।

সফল এই হোমিও চিকিৎসক বলেন, উপার্জনের চেয়ে মানুষের সেবাই তার কাছে বড় আনন্দের বিষয়। এ কারণে অল্প সময়ে তিনি হাজারো মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের দুর্গাপুর নতুন বাজারে অবস্থিত তার চেম্বারে প্রতিদিন গড়ে অন্তত ১০০ জন রোগী চিকিৎসা নেন। সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত বিরতিহীনভাবে রোগী দেখেন তিনি।
বর্তমানে তিনি অর্শ, আমাশয়, আলসার, কানের রোগ, কৃমি, ঘাড় ব্যথা, গলা ও চোখের রোগ, জন্ডিস, জরায়ুজনিত সমস্যা, টিউমার, ডায়াবেটিস, দাঁতের রোগ, সাইনোসাইটিস, হাঁপানি, হার্নিয়া, হাম-বসন্ত, চর্মরোগ, শারীরিক ও স্মরণশক্তির দুর্বলতা, মূত্র ও পিত্তথলীর পাথরসহ নানা জটিল ও পুরোনো রোগের চিকিৎসা হোমিওপ্যাথির মাধ্যমে দিয়ে যাচ্ছেন।

চিকিৎসালয়ে গিয়ে দেখা যায়, নারী-পুরুষের উপচে পড়া ভিড়। রোগীদের রোগের বিস্তারিত বিবরণ মনোযোগ দিয়ে শোনার পর তিনি রোগ নির্ণয় করে প্রয়োজনীয় ওষুধ লিখে দেন। তার দুইজন সহকারী দ্রুত রোগীদের ওষুধ সরবরাহে সহযোগিতা করেন।

বর্তমানে হোমিও চিকিৎসার কদর কিছুটা কমে এলেও গত ২০ বছর ধরে প্রতিদিন একই নিষ্ঠা ও আন্তরিকতায় রোগী সেবা দিয়ে যাচ্ছেন ডাঃ শ্রী প্রবীরন কুমার রায়।

চিকিৎসা নিতে আসা বাদশা মিয়া বলেন, দীর্ঘদিন ধরে তার কাছ থেকে চিকিৎসা নিচ্ছি। বিভিন্ন রোগে ভালো ফল পেয়েছি। তাই সবসময় রোগীর ভিড় লেগেই থাকে।

এ প্রসঙ্গে ডাঃ প্রবীরন কুমার রায় বলেন, যতদিন বেঁচে আছি, মানুষের সেবা করেই যেতে চাই।

এই বিভাগের আরও সংবাদ