দেশ টিভির সাংবাদিক ইমনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন


সিনিয়র রিপোর্টার: সাভারে দেশ টিভির সাংবাদিক দেওয়ান ইমনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর-২০২৫) দুপুর ১২টার দিকে সাভার মডেল থানার সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ’মানববন্ধন কর্মসূচিতে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, গত ৯ ডিসেম্বর সাভার সেটেলমেন্ট অফিসে দুর্নীতির তথ্যসংগ্রহ ও সংবাদ প্রকাশ করতে গেলে সংশ্লিষ্ট দুর্নীতিবাজ কর্মকর্তা দেশ টিভির সাংবাদিক দেওয়ান ইমনের ওপর হামলা চালান। এ ঘটনায় সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলে উল্টো ওই কর্মকর্তা সাংবাদিক দেওয়ান ইমনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন।
সাংবাদিক নেতারা আরও বলেন, এটি একটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি হামলা। অবিলম্বে দেশ টিভির সাংবাদিক দেওয়ান ইমনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, হয়রানিমূলক মামলা বন্ধসহ সাংবাদিক দের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭২ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার না করা হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
মানববন্ধনে ধামরাই, আশুলিয়া ও সাভারে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।



