খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তার পরিচয়


সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
বুধবার (১৭ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শামসুল ইসলাম সম্পর্কে জানা যায়, ময়মনসিংহে জন্ম নেওয়া এই শামসুল ইসলাম আগেও বিএনপি চেয়ারপার্সনের নিরাপত্তা বিষয়ক টিমের চিফ কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেছেন। তাছাড়া তিনি পিএসসি, জি (অবঃ), সাবেক সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকও।
বাংলাদেশ সেনাবাহিনীতে ২১ বিএমএ লং-কোর্সে কোর অফ আর্টিলারিতে ১৯৮৯ সালের ডিসেম্বর মাসে কমিশন লাভ করেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. শামছুল ইসলাম।
শামসুল ইসলাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়েছেন।
শৈশব থেকেই মেধার পরিচয়
ড. শামসুল ইসলামের সাফল্যের যাত্রা শুরু হয় কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে। তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে মেধা তালিকায় শীর্ষ স্থান অর্জন করে দেশজুড়ে আলোচিত হন।
উচ্চশিক্ষা ও স্বর্ণপদক প্রাপ্তি
প্রাথমিক সাফল্যের ধারাবাহিকতায় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ফিলিপাইন ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন এবং তার অসামান্য ফলাফলের স্বীকৃতিস্বরূপ স্বর্ণপদক লাভ করেন।
খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা পদে নিয়োগ পেলেন যিনি
সামরিক ও কারিগরি উচ্চশিক্ষা
পেশাগত ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে তিনি একাধিক উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন—
ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ: মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ (প্রথম শ্রেণি)।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস: মিলিটারি টেকনোলজিতে মাস্টার্স ডিগ্রি (প্রথম শ্রেণি)।
দেশের প্রথম নিউক্লিয়ার সিকিউরিটি গবেষক
শিক্ষা জীবনের চূড়ান্ত পর্যায়ে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার গবেষণার বিষয় ছিল বাংলাদেশের নিউক্লিয়ার সিকিউরিটি। এই বিষয়ে বাংলাদেশে এটিই প্রথম ডক্টরেট ডিগ্রি।
ড. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম জাতীয়তাবাদী ঘরনার হওয়ায় শেখ হাসিনা সরকারের রোষানলে পড়ে ২০২৫ সাল পর্যন্ত চাকরি থাকা সত্বেও ২০১৮ সালে চাকরিচ্যুত করা হয়। তার অপরাধ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বড় ভাই (সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সভাপতি) অধ্যাপক রফিকুল ইসলাম নান্দাইল আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এমনকি তার আরেক ছোট ভাই বাংলাদেশের সর্বকনিষ্ঠ মেয়র ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এএফএম আজিজুল ইসলাম পিকুল। বলা হয়ে থাকে, এরই প্রতিফলন হিসেবে চৌকস অফিসারকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠনো হয়।



