কটিয়াদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:কটিয়াদীতে ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই শ্লোগান ও প্রতিপাদ্যকে ধারণ করে কটিয়াদীতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে গঠিত পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও WAVE-এর সদস্যদেরকে নিয়ে জেন্ডার সচেতনতা ও প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৬ ডিসেম্বর ২০২৫) সকালে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন পিস অ্যাম্বাসেডর ও কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, কটিয়াদী পিএফজির কোঅর্ডিনেটর ও পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক এর সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- ফিল্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ আখতারুজামান।
আলোচনায় অংশগ্রহন করেন: কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান বাচ্চু, কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, সৈয়দ হাকিকুল ইসলাম, তাছলিমা আক্তার সাথী, মোহাম্মদ নুরুজ্জামান মামুন, মো: শফিকুল ইসলাম, গোলাম সারোয়ার নাঈম, নুরুল ইসলাম ফরাজী, মিজানুর রহমান শিকদার, কামরুজ্জামান ভূইয়া, রাবিয়া আক্তার, মোঃ শামসুদ্দিন, নাজমুল ইসলাম মান্নান, আবু নাঈম, জামাল উদ্দিন, মাছুমা আক্তার, রণবীর সিংহ, জসীম উদ্দিন, মাওলানা ওমর ফারুক, আনিসুজ্জামান, ছাবিনা, খাদিজা আক্তার, নাদিরা আক্তার, কাজী লুৎফা আক্তার, কানিজ ফাতেমা শিল্পী, মোঃ বাবুল মীর, তাজমহল আক্তার, নিলুফা আক্তার, লিজা আক্তার ও রত্না আক্তার প্রমুখ।



