ঝিনাইদহ

সহকারী অধ্যাপক ডক্টর আক্তার হাসানের ইন্তেকাল

মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামের বাসিন্দা. যশোর আব্দুর রাজ্জাক কলেজের সহকারী অধ্যাপক ডক্টর আক্তার হাসান (৫৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকাতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। আড়পাড়া গ্রামের মরহুম আলহাজ¦ শফিউদ্দিনের পুত্র ও আমারদেশ পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি টিপু সুলতানের মেঝো ভাই মরহুম আক্তার হাসান দির্ঘদিন কিডনিসহ নানা আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার সকাল ১০ টায় শহরের আড়পাড়াতে ১ম জানাজা ও গ্রামের বাড়ী কোটচাদপুরে নওদা গ্রামে মরহুমের ২য় জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজায় শিক্ষক ও গনমাধ্যমকর্মীসহ স্থানীয় ধর্মপ্রান মুসুল্লিরা অংশ নেয়।

এই বিভাগের আরও সংবাদ