আইন ও আদালত

নতুন দুই মামলায় আইভীর জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) ডা. সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তার দেখানো পাঁচ মামলার মধ্যে দুটিতে জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করা হয়। এর আগে উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর আইভীকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। ওই পাঁচ মামলার মধ্যে আদালতে দুটির জামিন আবেদন করেন আইভীর আইনজীবীরা।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইয়ুম খান বলেন, আদালতে আইভীর আইনজীবীরা নতুন ২টি মামলায় জামিন আবেদন করলে শুনানি শেষে তা নামঞ্জুর করা হয়।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, দুই মামলার এজাহারে সাবেক মেয়র আইভীর নাম না থাকার পরও তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আমরা এ বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা করছি। হাইকোর্ট ইতোমধ্যে পাঁচটি মামলায় আইভীকে জামিন দিলেও নতুন করে তাকে আরও পাঁচ মামলায় জড়ানো হয়েছে, যেগুলোর কোনোটাতেই তার নাম নেই।

এর আগে গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তারের পর থেকে আইভী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে রয়েছেন। ওই মামলায় গ্রেপ্তারের পর তাকে আরও চারটি মামলায় তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখায় পুলিশ।

এরই মধ্যে গত ৯ নভেম্বর হাই কোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে পাঁচটি মামলায় জামিন দেন। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আপিল করেন।

ওই দিনই নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের উপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে একটি মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করে পুলিশ। পরদিন ফতুল্লা মডেল থানা পুলিশ বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় আরও চারটি মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করে। পরে ১৮ নভেম্বর নতুন পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত পাঁচ মামলায় আইভীকে গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেন।

এই বিভাগের আরও সংবাদ