ঝিনাইদহ

কালীগঞ্জে ২টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত

মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে পৌর এলাকার ভেতরে গড়ে ওঠা দুইটি অবৈধ ইটভাটাকে একদম গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালানো হয় পৌর এলাকার শিবনগরের পিন্টু জামানের “এইচ এম বি এম ব্রিকস” এবং ইশ্বরবা গ্রামের আব্দুর রশিদ খোকন মিয়ার “এ এম বি এম ব্রিকস”-এ।

এক্সকাভেটর দিয়ে ইট পোড়ানোর গোলচিমনি ও প্রাচীর ভেঙে ফেলা হয় চোখের পলকে।অভিযানে নেতৃত্ব দেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম, উপস্থিত ছিলেন যশোর পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ডিরেক্টর মুনতাসির রহমান ও কালীগঞ্জ থানা পুলিশের টিম।

ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম জানান পৌর এলাকায় ইটভাটা চালানো আইনত দ-নীয় অপরাধ। আগে সতর্ক করেও তারা ভাটা চালিয়ে যাচ্ছিল। তাই এবার আর ছাড় নয় ভাটা দুইটি গুড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন,শীত মৌসুমজুড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলবে। কেউ রেহাই পাবে না।
স্থানীয়দের মতে, এই অভিযানের পর এলাকায় স্বস্তির হাওয়া বইছে।

এই বিভাগের আরও সংবাদ