ঝিনাইদহ
ঝিনাইদহ মহেশপুর সীমান্তে নদীতে ভেসে উঠলো অজ্ঞাত লাশ


মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত ঘাটে আজ (বুধবার) সকালে নদীতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে। সকাল থেকেই লাশের খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাটিলা মসজিদের সোজা দিকের ভারত সীমান্তসংলগ্ন নদীতে লাশটি ভেসে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বিষয়টি বিজিবি ও প্রশাসনকে অবহিত করেন।খবর পেয়ে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেন।
এলাকাবাসীর ধারণা— লাশটি হয়তো ভারতের ভেতর থেকে ভেসে এসেছে।তবে এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি।
প্রশাসন জানায়, তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।



