হিলিতে শয়ন কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার


হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে নিজ শয়ন কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় সিমি আক্তার (২৭) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ ।
আজ রবিবার সকালে হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ।
নিহত সিমি আক্তার (২৭) হলেন খট্টামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি এলাকার রমিনের স্ত্রী। জীবীকার তাগিদে নিহতের স্বামী রমিন বর্তমানে ঢাকাতে কাজ করছেন।
নিহতের পরিবারের দাবি, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা এই সুষ্ঠ তদন্ত ও বিচার চাই।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন , আজ সকালে সংবাদ পেয়ে হাকিমপুর থানা পুলিশের একটি টিম সাতকুড়ি এলাকায় রিমনে বাড়ি গিয়ে তার শয়ন কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় স্ত্রী সিমি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে তবে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।



