দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পদকের বহিষ্কার প্রত্যাহার করায় হিলিতে আনন্দ মিছিল


হিলি প্রতিনিধি: দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির দলীয় পদের বহিস্কার প্রত্যাহার করায় হিলিতে আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা
বৃহস্পতিবার রাত ৮ টায় হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পীর নেতৃত্বে হিলি চারমাথা থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলাহিলি বাজারে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এসএম রেজা বিপুল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব এনামুল হক তাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সোহেল হোসেন, বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম, হাকিমপুর পৌর ছাত্রদল আহবায়ক রেজয়ান প্রধান সহ অনেক নেতাকর্মী ছিলেন।
হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির দলীয় পদ স্থগিত করা হয়েছিল। সেই স্থগিতাদেশ প্রত্যাহার করায় হয়েছে। তিনি এখন থেকে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে বহাল থাকবেন।



