দিপু ভূইয়াকে জয়যুক্ত করতে সর্বোচ্চ ভূমিকা রাখবো: যুবদল নেতা সাখাওয়াত


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে বিএনপি’র মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদ্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে বিপুল ভোটে জয়যুক্ত করতে সর্বোচ্চ ভূমিকা রাখার অঙ্গীকার করেছেন কাঞ্চন পৌর যুবদল নেতা সাখাওয়াত হোসেন।
শুক্রবার বিকালে উপজেলার গোলাকান্দাইল এলাকায় দিপু ভূইয়ার নিজ বাসভবনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ায় দিপু ভূইয়াকে শুভেচ্ছা বিনিময় শেষে কাঞ্চন পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।
তিনি বলেন, দিপু ভূঁইয়া আমাদের সকলের প্রিয় নেতা। রূপগঞ্জের মানুষের সুখে-দুঃখে তিনি সব সময় পাশে থাকেন। দলমত নির্বিশেষে তার জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। রূপগঞ্জের যুবসমাজসহ সকল স্তরের জনসাধারণ তাকে আগামীতে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জে অহংকার, মাটি ও মানুষের নেতা দিপু ভূঁইয়াকে বিপুল ভোটে জয়যুক্ত করতে কাঞ্চন পৌর যুবদল সর্বোচ্চ ভূমিকা রাখবে। আমরা ওয়ার্ড থেকে শুরু করে পাড়া-মহল্লা পর্যন্ত প্রতিটি ভোটারের কাছে তার বার্তা পৌঁছে দেবো এবং তার বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।
তিনি বিশ্বাস করেন, দিপু ভূঁইয়ার নেতৃত্বে রূপগঞ্জে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।



