গরীবর বন্ধু হয় থাকত চাই: আবু সাইদ চাঁদ


চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: আসন ক্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনর জাতীয়তাবাদী দল বিএনপির মনানীত সংসদ সদস্য প্রার্থী আবু সাইদ চাঁদ বলছন, আমি চারঘাট-বাঘা উপজলার সর্বস্তরর মানুষর ভাই। সকলর কাছ ভাই হয় থাকত চাই। গরীবর বন্ধু হয় থাকত চাই।
শুক্রবার (৭ নভম্বর) বিকল চারঘাট উপজলা বিএনপি কর্তক আয়াজিত ঐতিহাসিক ৭ নভম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ র্যালী শষ চারঘাট পাইলট উচ বিদ্যালয় মাঠ অনুষ্ঠিত আলাচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দিত গিয় আবু সাইদ চাঁদ এ কথা বলন।
তিনি বলন, জিয়াউর রহমান বাংলাদশর গণত্ত্র, বাকস্বাধীনতা ও মানুষর ভাটর অধিকার নিশ্চিত করছিলন।জিয়াউর রহমান গণত্ত্র, মানুষর ভাটর অধিকার এবং ভাতর অধিকার ফরত এসছ। তার যাগ্য সÍান তারক রহমানর নতত্ব আগামী দিন রাষ্ট্র ক্ষমতায় গল ৩১ দফার মাধ্যম বাংলাদশ পথিবীর মানচিত্র স্বাধীন ও সার্বভমত্ব রাষ্ট্র পরিণিত হব।
চারঘাট উপজলা বিএনপির সভাপতি সাবক পর ময়র জাকিরুল ইসলাম বিকুলর সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় অনদও মধ্য দন, উপজলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পর বিএনপির সভাপতি মমিনুল ইসলাম মমিন, সাধারন সম্পাদক সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, জলা যুবদলর যুগ্ম সম্পাদক সাবির হাসন মুকুট, শলুয়া ইউনয়নর সাবক চয়ারম্যান জিয়াউল হক মাসুম,নিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, উপজলা ছাত্রদলর সভাপতি জিয়াউর রহমান, সাধারন সম্পাদক আলমগীর হাসন প্রমুখ।
এর আগ একটি বিশাল আনদ র্যালী চারঘাট পল্লী বিদ্যূত মাড় থক বর হয় চারঘাট পাইলট উচ বিদ্যালয়র সভায় গিয় মিলিত হয়।



