মুন্সিগঞ্জ

শ্রীনগরে দেবর-জার অত্যাচার সহ্য করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে দেবর ও জার মারধর অত্যাচার সহ্য করতে না পেরে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে।

গৃহবধূর নাম আইরিন বেগম। সে উপজেলার ষোলঘর ইউনিয়নের কেয়টখালী গ্রামের বড়পাড়ার ডুবাই প্রবাসী আনোয়ার শেখের স্ত্রী। নিহত আইরিন ৩ কন্যা সন্তানের জননী। বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আইরিন বেগম মারা যায়।

এর আগে গত ২ নভেম্বর সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট দেবর দেলোয়ার শেখ ও তার স্ত্রী ইসরাত বেগম ভাবি আইরিনকে মারধর করে।

এ ঘটনায় ভুক্তভোগী শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করলে সিংগাপুর প্রবাসী দেলোয়ার শেখ ভাবিকে অভিযোগ উঠাতে চাপ দিতে থাকে। ৪ দিন বাদে শ্রীনগর থানা পুলিশ তদন্তে গেলে দেলোয়ার দম্পতি আরো ক্ষিপ্ত হয়ে নানান ভাবে অত্যাচার শুরু করে। তাদের অত্যার সইতে না পেয়ে গত বুধবার গভীর রাতে নিজ ঘরে আইরিন বেগম বিষপান করে। প্রতিবেশীদের সহায়তায় তার মাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় বলেছেন কন্যা ইজমা আক্তার।

নিহতের শ্বাশুরী বৃদ্ধা জলেফা বেগম বলেন, ছোট ছেলে ও বউ মেঝো ছেলের বউকে মারধর এবং কারণে অকারণে অত্যাচার করার সত্যতা স্বীকার করেছে।

তিনি আরো বলেন, ছোট বউ ও বড় বউ আপন দুই বোন হওয়ায় মেঝে ছেলে বউকে নানা ভাবে নির্যাতন করে। মো. মিনার বলেন, আমার ৩ মামা। মেঝো ডুবাই থেকে আজ দেশে চলে আসার কথা। তিনি বলেন, ছোট মামা ও মামী মেঝো মামীকে মারধর করে। অপমান সহ্য করতে না পেরে বিষপান করেছে।

দুপুরের দিকে সরেজমিনে গিয়ে অভিযুক্ত দেলোয়ার, তার স্ত্রী ইসরাত ও তার বোন চায়নাকে বাড়িতে পাওয়া যায়নি। বাড়িতে গৃহবধূর লাশ আসার অপেক্ষা করছেন স্বজনরা। এ সময় শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর মো. মোস্তফা বলেন, ঘটনার বিষয় জানতে নিহতের স্বজনদের সাথে কথা বলছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ