মুন্সিগঞ্জ

শ্রীনগরে ভাগ্যকুল-বাঘড়ায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় ভোগান্তি

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ও বাঘড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে বসতবাড়ি ও সংযোগ রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে শতশত পরিবার ভোগান্তির শিকার হচ্ছেন।

ভাগ্যকুলের মান্দ্রা, কামারগাঁও, মধ্য কামারগাঁও, মাঠপাড়া, বাঘড়ার নয়াবাড়ি, মাগডাল, কাঠালবাড়িসহ বিভিন্ন স্থানে অনেক বসতবাড়ির উঠানে বৃষ্টির পানি জমে দীর্ঘ জলাবদ্ধতায় পরিণত হয়েছে।

এরই মধ্যে গত শনিবারের কয়েক ঘন্টার ভাড়ি বৃষ্টিতে জলাবদ্ধতার পরিমাণ আরো বেড়েছে। এসব স্থানে অধিকাংশ বাড়ির সংযোগ রাস্তায়ও জলজটের সৃষ্টি হয়ে চলাচলে প্রতিবন্ধকতার মধ্যে পড়েছেন এলাকাবাসী।

বিশ্লেষকদের মতে, পানি নিস্কাশন ব্যবস্থা না থাকার ফলে ভাগ্যকুল ও বাঘড়ায় জলাবদ্ধতা নিরসনে প্রায় ৪ শতাধিক পরিবারের লোকজন জলাবদ্ধতার শিকার হচ্ছে। সুপরিকল্পীত ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি এলাকার গুরুত্বপূর্ণ খালগুলো পুনঃখননে নেয়া দরকার প্রয়োজনীয় প্রদক্ষেপ। কামারগাঁও-বাঘড়া-নয়াবাড়ি খাল, ভাগ্যকুল নাগরনন্দী খাল, কাঠালবাড়ি খালগুলো উল্লেখযোগ্য।

ভুক্তভোগীরা বলছেন, প্রতিনিয়ত বৃষ্টিতে জমাটকৃত পানিতে দীর্ঘ জলাবদ্ধতার শিকার হচ্ছেন। বিষাক্ত মশার বংশ বিস্তার হচ্ছে। বাধ্য হয়েই পানি উপেক্ষা করে চলা ফেরা করতে হচ্ছে তাদের। পানির সংস্পর্শে গিয়ে বিশেষ করে শিশু ও বয়স্করা জ্বর, সর্দিসহ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। সরেজমিনে দেখা গেছে, ভাগ্যকুলের মান্দ্রার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকার সংযোগ রাস্তায় জলাবদ্ধতায় চলাচল ব্যহত হচ্ছে। বিভিন্ন বসতবাড়ির আঙ্গিণায় প্রায় হাঁটু পানি জমে গেছে।

বাঘড়ার মাগডাল ও নয়াবাড়িতে কয়েকজন নারী বলেন, বাড়ির আশ পাশে পানি থাকায় বিষাক্ত সাপ ও পোকা-মাকরের আনাগোনা বাড়ছে। জমাট পানিতে কাঁচা রাস্তাগুলো নষ্ট হচ্ছে। হাটা চলা ফেরার মত পরিস্থিতি নেই। জনসাধারণের দুর্ভোগ লাঘবে জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্টজনরা এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

এই বিভাগের আরও সংবাদ