বাংলাদেশকে লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিল ইংল্যান্ড


ওয়ানডে ক্রিকেটে একের পর এক ব্যর্থতায় নতুন এক বিব্রতকর রেকর্ড গড়ল ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচের সিরিজে টানা ব্যর্থতায় নিজেদের নাম তুলে ফেলেছে এক অনাকাঙ্ক্ষিত পরিসংখ্যানে।
সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হার নিশ্চিত করেছিল ইংল্যান্ড। তৃতীয় ম্যাচেও ব্যাটিং ব্যর্থতা অব্যাহত রাখে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বিশেষ করে টপ অর্ডারের পারফরম্যান্স ছিল হতাশাজনক।
তিন ম্যাচে ইংল্যান্ডের প্রথম চার ব্যাটার মিলে করেছেন মাত্র ৮৪ রান, যা ওয়ানডে ক্রিকেট ইতিহাসে টানা তিন ম্যাচে শীর্ষ চার ব্যাটারের সম্মিলিত সর্বনিম্ন রান। এর মাধ্যমে তারা ভেঙে দিয়েছে ১৯৮৮ সালের এশিয়া কাপে বাংলাদেশের করা ৮৯ রানের লজ্জার রেকর্ড।
প্রথম দুই ম্যাচে ব্যর্থতার পর লজ্জাজনক রেকর্ড এড়াতে কৌশলগত পরিবর্তন আনে ইংল্যান্ড দল। পাঁচ নম্বরের পরিবর্তে চার নম্বরে পাঠানো হয় ইনফর্ম ব্যাটার হ্যারি ব্রুককে, যিনি আগের দুই ম্যাচে করেছিলেন ১৩৫ ও ৩৪ রান। তবে এদিন তিনিও ব্যর্থ, ফিরেছেন মাত্র ৬ রান করে।
দলের এমন ব্যর্থতায় সমালোচনার মুখে পড়েছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট ও ব্যাটিং ইউনিট। ধারাবাহিকতার অভাব এবং টপ অর্ডারের ব্যাটিং বিপর্যয়কে ইংল্যান্ডের সাম্প্রতিক পতনের প্রধান কারণ হিসেবে দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা।
				


