দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে কেএমপি’র ট্রাফিক সচেতনতামূলক র্যালী


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় নগরীর বয়রা ট্রাফিক মোড়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে ইজিবাইক চালকদের অংশগ্রহণে ট্রাফিক সচেতনতামূলক এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি পুলিশ কমিশনার মহোদয় বলেন, যেখানে সেখানে পার্কিং করবেন না। ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকবেন। আপনি আপনার ডানে বামে কোন যাত্রী নিতে পারবেন না। এটা আপনার নিজের নিরাপত্তা, যাত্রীদের নিরাপত্তা ও গাড়ির নিরাপত্তার জন্য খুব জরুরি। অনেক সময় ইজিবাইক চুরি করার উদ্দেশ্যে আপনাকে বেশি ভাড়ার লোভ দেখাতে পারে এ বিষয়ে সর্তক থাকবেন। সড়কের যানজট ও দুর্ঘটনারোধে খুলনা মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে ইজিবাইক চালকদের প্রশিক্ষণ প্রদান করেছে। যারা প্রশিক্ষণ করেন নাই তারা দ্রুত প্রশিক্ষণটা করে ফেললে নিয়ম মানার যে কালচার সেটা তৈরি হয়ে যাবে। আমরা যদি সবাই নিয়ম মেনে রাস্তায় চলাচল করি, তাহলেই খুলনা মহানগরের যানজট কমিয়ে আনা সম্ভব হবে।
এসময় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ, ইজিবাইক চালক, সিএনজি চালক, শ্রমিক ইউনিয়নের নেতাসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।



