ক্রিকেট

টিপিএল; তেজগাঁও স্পোর্টিং ক্লাবের সাথে টিম পাংখার বিশাল ব্যবধানে জয়

চলছে এম,আর,এস প্রেজেন্ট টিপিএল নাইট শর্ট পিছ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। টুর্নামেন্টে  ৩১ অক্টোবর দিনের ৩য় ম্যাচে তেজগাঁও স্পোর্টিং ক্লাব বনাম টিম পাংখা মুখোমুখি হয়।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে টিম পাংখা নির্ধারিত ১০ ওভারে ১০৮ রানের লক্ষ্য নির্ধারণ করে। জবাবে ব্যাট করতে নেমে সকল উইকেট হারিয়ে ৯১ রান সংরহ করে তেজগাঁও স্পোর্টিং ক্লাব বিশাল ব্যবধানে পরাজিত হয়।

এই টুর্নামেন্টে নিজের ২য় অর্ধশতক তুলে নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ হলেন পাংখা টিমের সেরা ব্যাটসম্যান আকাশ।

এর আগে গত ২৪শে অক্টোবর রাতে এই টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। টিপিএল নাইট শর্ট পিছ ক্রিকেট টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে তরঙ্গ নিউজ। টুর্নামেন্টটি আয়োজন করেন উদ্যম যুব প্রচেষ্টা।

এই বিভাগের আরও সংবাদ