ধানক্ষেতে গলা-পা বাঁধা কৃষকের লাশ


মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি:ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রাম কাঁপিয়ে দিয়েছে এক মর্মান্তিক হত্যাকাণ্ড।
বৃহস্পতিবার সকালে গ্রামের মাঠে গলা ও পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে কৃষক ইসাহাক আলী (৬৫)-এর নিথর দেহ।
স্থানীয়রা সকালে বংকিরা–রাঙ্গিয়ার পোতা সড়কের বটদাড়ির মাঠে ধানক্ষেতের আইলে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ইসাহাক আলী ওই গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এসআই আনিছুর রহমান বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা পা বেঁধে গলায় ফাঁস দিয়ে হত্যা করে মাঠে ফেলে গেছে। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা শনাক্তে তদন্ত চলছে।এদিকে এই হত্যাকাণ্ডে এলাকায় ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক ও শোকের ছায়া। স্থানীয়দের দাবি, দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।



