ভৈরবকে জেলা ঘোষণার আন্দোলনের নামে বর্বরতা, ২০ যাত্রী আহত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করতে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। তবে, আন্দোলনের নামে যাত্রীবাহী ট্রেনে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ ও ভয়াবহ হামলা চালানো হয়। এতে অন্তত পক্ষে ২০ জন যাত্রী হয়েছেন।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে পরবর্তী ২ ঘণ্টা ভৈরব বাজার রেলওয়ে জংশনে এই কর্মসূচি চলে।
আন্দোলনকারীরা নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন লাল নিশান টানিয়ে আটকে ভৈরব জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ করেন। এ সময় তারা ‘জেলা জেলা জেলা চাই ভৈরব জেলা চাই’, ‘ওয়ান টু থ্রি ফোর কিশোরগঞ্জ নো মোর’, ‘ইন্টেরিম সরকার জেলা মোদের দরকার’, ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
ট্রেনটি প্রায় আড়াই ঘণ্টা আটকে রাখেন আন্দোলকারীরা। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু দীর্ঘক্ষণ পর যাত্রী দুর্ভোগের কথা চিন্তা করে রেলওয়ে পুলিশ সদস্যরা ট্রেন চলাচল স্বাভাবিক করতে আসলে বিক্ষোভকারীরা বৃষ্টির মত পাথর ছুড়তে থাকেন। এতে ট্রেনের যাত্রীসহ অনেকেই আহত হয়েছেন।
ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহম্মেদ বলেন, অবরোধকারীরা ট্রেন থামিয়ে কর্মসূচি পালন করছিলেন। দীর্ঘক্ষণ পর ট্রেনটি ছাড়তে চাইলে অবরোধকারীরা অনবরত পাথর ছুড়তে থাকে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে, ভৈরবকে জেলার করার দাবিতে রোববার থেকে তিন দিনের কর্মসূচি পালন করছিল স্থানীয় বাসিন্দাদের ব্যানারে। কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার সকাল ১০টায় ভৈরব রেলস্টেশনে লাল কাপড় নিয়ে জড়ো হয়েছিল ভৈরবের স্থানীয় বাসিন্দারা।



