দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির বর্ধিত সভায় এম এ মালিকের ঐক্যের আহ্বান


আজ সোমবার দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির বর্ধিত সভা আজ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালিক।
বর্ধিত সভায় এম এ মালিক বলেন, “আমরা আদর্শভিত্তিক রাজনীতি করি। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। এখন সময় এসেছে ঘরে ঘরে, ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে গ্রামে মানুষের কাছে পৌঁছে যাওয়ার।”
তিনি আরও বলেন, “দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ বিএনপি অতীতের মতো এবারও ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ। দল আমাদের প্রতি যে বিশ্বাস দেখিয়েছে, তা আমরা আন্দোলন ও নির্বাচনে প্রমাণ করব।”
সভায় উপস্থিত নেতৃবৃন্দ দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন, পরিচালনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সেচ্ছাসেবক দল সিলেট জেলার আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, মকসুদ আহমদ,ফজলে রাব্বি আহসান, মকসুদুল করিল নুহেল, উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আব্দুল লতিফ খান, সহ সভাপতি নামর আলী, বদরুল ইসলাম জয়দু, আত্তর আলী, আজমল আলী, ছইল মিয়া, জিলা মিয়া মেম্বার, মুক্তার আলী, আব্দুল গাফফার, মনিরুল ইসলাম তুরন, আলা উদ্দিন আলাই, শামসছুর রহমান শামীম, সুহেল ইবনে রাজা, শাহ মাহমদ আলী, এনামুল হক মাক্কু, অলিউর রহমান অলি চেয়ারম্যান, আমিনুর রহমাম চৌধুরী শিফতা, আফতাব উদ্দিন, আতাউর রহমান আতা, আব্দুল মালিক মল্লিক, হাজী গুলজার আলী, মুস্তাক আহমদ, আফরুজ আলী, হাজী পাবেল রহমান, আনোয়ারুল ইসলাম আনোয়ার, ফয়জুর রহমান বেলাল, ওলিউর রহমান অলি, ফকরুল আলম, জানু মিয়া, লুতফুর রহমান, দিলোয়ার আলী, সুমন আহমদ বিপ্লব, মাসুম পারভেজ, নুরুল আমিন, মাসুম আহমদ শামীমসহ সিলেট জেলা, দক্ষিণ সুরমা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



