রাজারহাটে জামায়াতের অমুসলিম সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলার উদ্যোগে অমুসলিম সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কৃষি ডিপ্লে¬ামা ইনস্টিটিউট প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাও: মোঃ কফিল উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি এডভোকেট আহাম্মদ আলীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম-০২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা সভাপতি এডভোকেট ইয়াছিন আলী সরকার।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,নওদাবস উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নবকুমার বর্ম্মন, সুরেশ চন্দ্র (বি.এস),তিলক চন্দ্র সরকার, অসীম রায় চন্দ্রসহ স্থানীয় সনাতনী সম্প্রদায়ের ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ইয়াছিন আলী সরকার বলেন,“বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছরে সবচেয়ে বেশি অবহেলিত জনগোষ্ঠী হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সর্বপ্রথম এই অবহেলাকে সম্মানে রূপান্তর করবে ইনশাআল্লাহ।”
অতিথি হিন্দু নেতৃবৃন্দ বলেন, “বিগত সময়ে বিভিন্ন সরকার হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করেছে, কিন্তু প্রকৃত মূল্যায়ন করতে পারেনি কেউ। আমরা আশা করি জামায়াত এই অবস্থার পরিবর্তন ঘটাবে এবং প্রকৃত জাতীয় সম্প্রীতির উদাহরণ স্থাপন করবে।”
সমাপনী বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কফিল উদ্দিন বলেন, “আমি জামায়াতের সক্রিয় কর্মী হয়েও ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে উড়োজাহাজ প্রতীকে নির্বাচন করেছি এবং হিন্দু এলাকাতেও বিপুল ভোটে জয়ী হয়েছি। এটি প্রমাণ করে, রাজারহাটে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যের বন্ধন অটুট রয়েছে।”



