ব্রাহ্মণবাড়িয়া

“শহীদ মীর মুগ্ধ স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট”এর ফাইনাল অনুষ্ঠিত

গতকাল ব্রাহ্মণবাড়িয়ার ভোলাচং ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত “শহীদ মীর মুগ্ধ স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট”-এর ফাইনাল খেলা। উত্তেজনাপূর্ণ এ ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে চ্যাম্পিয়ন হয় ভোরের আলো একাদশ, আর রানার্স আপ হয় বি আর ইউনাইটেড।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ তৌফিকুল ইসলাম মিথিল।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন শহীদ মীর মুগ্ধের পিতা মীর মুস্তাফিজুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ভিপি এমদাদুল হাসান, সাবেক ভিপি জহুরুল ইসলাম চৌধুরী লিটন, সাবেক ছাত্রনেতা মোঃ কামাল উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা ডা. মনিরুল ইসলাম চয়ন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ড্যাব এর সাংগঠনিক সম্পাদক ডাক্তার শান্তনু সাইহাম অর্ণব, ব্রাহ্মণবাড়িয়া হার্ট ফাউন্ডেশন এর ডা. আব্দুল মতিন সেলিম, তারেক রহমান সাইবার ফোরামের সভাপতি মোঃ লুৎফুল হাই ভূঁইয়া,জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ফেরদৌস ওয়াহিদ ইমন, জেলা যুবদলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক দিদারুল আলম রাজীব, স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তাহের উদ্দিন ভূঁইয়া, এবং সাবেক ছাত্রনেতা আরিফুল কবীর চৌধুরী হীরা সহ এলাকার গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

খেলা শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার এবং অতিথিদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন।

পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে পরিপূর্ণ। দর্শকদের উচ্ছ্বাসে ভোলাচং ফুটবল মাঠ মুখরিত হয়ে ওঠে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, “এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণ প্রজন্ম যেমন খেলাধুলার প্রতি আগ্রহী হচ্ছে, তেমনি শহীদ মীর মুগ্ধের স্মৃতিও বেঁচে থাকছে মানুষের হৃদয়ে।”

এই বিভাগের আরও সংবাদ