রাঙ্গাবালীতে ইসলামি আন্দোলনের নির্বাচনী গণসমাবেশ অনুষ্ঠিত


এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী পটুয়াখালী: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালীতে নির্বাচনী গণসমাবেশ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ।
শনিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন মনোনীত পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের হাতপাখা প্রতীকের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ থেকে এক স্বৈরাচারের পতন ঘটলেও নব্য আরেক স্বৈরাচারের হাতে মানুষ আজ জিম্মি। এই জিম্মিদশা থেকে মুক্তির আশায় মানুষ এখন অপেক্ষা করছে।
তিনি আরও বলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশসহ সমমনা ইসলামিক ও দেশপ্রেমিক দলগুলো জনগণের শাসন প্রতিষ্ঠা ও মুক্তি নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়েছে।
বক্তব্যের শেষে তিনি জনগণের অধিকার ও দেশের শান্তি প্রতিষ্ঠায় হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এই সমাবেশের সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলন বাংলাদেশের রাঙ্গাবালী উপজেলা সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান।
এ সময় বক্তব্য প্রদান করেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি মুফতি গাজী ওসমান গনি, ডাবলু গঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা মোঃ হেদায়েতুল্লাহ জিহাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা জনাব মোঃ আমির হোসেন মোল্লা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সরকার সভাপতি এম এ ইউসুফ আলী, ইসলামী ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি ইব্রাহিম খলিল, গণসমাবেশে ইসলামি আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
				


